ভেঙে পড়ল ভারতীয় হেলিকপ্টার, পাইলটসহ নিহত ৩

  21-08-2019 06:17PM

পিএনএস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ত্রাণবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। বুধবার সকালে ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির ওই কপ্টারটি উত্তরকাশীর মোরি থেকে বন্যাদুর্গত মোলডি অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে।

দুর্ঘটনায় কপ্টারটির পাইলট, সহকারী পাইলটসহ তিন আরোহীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অপরজন সেখানকার বাসিন্দা।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ত্রাণ কাজে নিয়োজিত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ কয়েকদিনের বন্যায় রাজ্যজুড়ে ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন জায়গায় বহু লোক আটকা পড়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন