ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প!

  23-08-2019 01:58AM

পিএনএস ডেস্ক: সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সহায়তা করলেও ভারত একেবারেই এ বিষয়ে ভ্রুক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ভারত সন্ত্রাসবিরোধী যুদ্ধে একেবারেই অংশ নিচ্ছে না। আমরা লড়াই করে যাচ্ছি। অল্প হলেও পাকিস্তান কিছুটা করছে। তবে ভারত একেবারেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে না। এটা কিন্তু ঠিক না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় সাত হাজার মাইল দূরে থেকেও সেখানে যুদ্ধ করে যাচ্ছে এবং সন্ত্রাসীদের পরাজিত করেছে। পাকিস্তানও কিছুটা সহায়তা করেছে। যদিও তা অল্প।

সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে রাশিয়া, আফগানিস্তান, ইরাক, তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা আইএসের খেলাফত শতভাগ নির্মূল করেছি। এটি খুবই অল্প সময়ের মধ্যেই করেছি। কিন্তু, বাকি দেশগুলোরও এ বিষয়ে এগিয়ে আসা উচিত।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প অনুধাবন করতে পেরেছেন যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনতে গেলে পাকিস্তানের সাহায্য দরকার হবে যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে ভারত কোনো সাহায্যই করতে পারবে না। মূলত এজন্যই ট্রাম্প ভারতের ওপর কিছুটা ক্ষুব্ধ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন