‘হিন্দুরা যেভাবে চাইবে, সেভাবেই ভারত চলবে’

  24-08-2019 03:32PM

পিএনএস ডেস্ক:সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেভাবে বলবে সেভাবেই ভারত চলবে বলে মন্তব্য করেছেন দেশটির মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল। শনিবার (২৪ আগস্ট) পুনেতে জাতীয় গণেশ উৎসব উপলক্ষ্যে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পাটিল বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেভাবে বলবে সেভাবেই এই দেশ চলবে, প্রশাসন চলবে। তারা যদি মনে করে রাত ১২টায় গণেশ উৎসবের কোনও অনুষ্ঠান হবে তাহলে তা করতে হবে। এ দেশের প্রশাসনে বসে রয়েছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা। এরাও গণেশ উৎসবে বাইরে বের হন। তদের কথাও ভাবতে হবে।

গত সপ্তাহেই খবরের শিরোনামে এসেছিলেন এই চন্দ্রকান্ত পাটিল। কোলহাপুরে এক বন্যপীড়িত ব্যক্তি তাকে ত্রাণের অনুরোধ করলে তার দিকে তেড়ে যান চন্দ্রকান্ত। এ নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে।

রাজ্যের বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে চন্দ্রকান্ত প্রথমে বন্যাপীড়তদের ধৈর্য ধরতে বলেন। পরে নিজেই ধৈর্য হারিয়ে তাদের গালিগালাজ করে বসেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন