৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন

  06-09-2019 05:09PM

পিএনএস ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে ৭৩ বছর বয়সী এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার মাধ্যমে এই বয়সেও তিনি মাতৃত্বের স্বাদ পেলেন।

বিবিসি তেলেগুর খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক হাসপাতালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দেন মাংগায়াম্মা ইরামতি নামে ওই মা। তাঁর মা হওয়ার খবরে পরিবারটিতে খুশির বন্যা বইছে। স্বামী সিতারামা রাজারাও (৮২) আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা অসম্ভব খুশি।’


এর আগে ২০১৬ সালে দালজিনদের কাউর নামে আরেক ভারতীয় নারী ৭০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, আইভিএফ চিকিৎসা শুরু করার দুই মাস পর গর্ভধারণ করেন ইরামতি।

মা ইরামতি বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি। অনেক চিকিৎসক দেখিয়েছি। তাই এটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন।’ তিনি আরও বলেন, সমাজে ও গ্রামে তিনি নিজেকে ‘কলঙ্কিত’ বোধ করতেন। মা হতে না পারার কারণে সামাজিক অনেক অনুষ্ঠানে তাঁকে ডাকা হতো না। তাঁকে ‘সন্তানহীন নারী’ বলে ডাকা হতো।

চিকিৎসক উমা শংকরের অধীনে চিকিৎসাধীন ছিলেন ইরামতি।
উমা শংকর জানান, মা ও শিশুরা সুস্থ আছে।

এদিকে সন্তান জন্ম নেওয়ার এক দিন পর বাবা রাজারাও স্ট্রোকে আক্রান্ত হন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন