ভারতের উত্তর প্রদেশে লুঙ্গি পরে ট্রাক চালালেই জরিমানা

  10-09-2019 04:02PM


পিএনএস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ট্রাকচালকদের জন্য নতুন পোশাক বিধি দিয়েছে। যা অমান্য হলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

উত্তর প্রদেশ বিধানসভায় নতুন মোটরযান আইনের সঙ্গে একটি অতিরিক্ত সংশোধনী যোগ করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী ফুলপ্যান্টের সঙ্গে শার্ট বা টিশার্ট পরেই ট্রাক চালাতে হবে। স্যান্ডেল নয়, পায়ে থাকতে হবে জুতা। স্কুল ভ্যান ও সরকারি গাড়ির চালকদের মধ্যেও এই নতুন আইন চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজ্যটির এএসপি (ট্রাফিক) পূর্ণেন্দু সিং বলেন, ‘১৯৮৯ সাল থেকেই পোশাক বিধি লঙ্ঘন করলে ৫০০ রুপি জরিমানা করার রীতি চালু ছিল। সেই জরিমানার পরিমাণ বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়েছে।’

মূলত ০১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ বাদে সারা ভারতের চালু হয়েছে নয়া মোটরযান আইন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন