`প্রয়োজনে পরমাণু ক্ষেত্রে আরও পদক্ষেপ নেবে ইরান’

  12-09-2019 07:40AM



পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ চাপ প্রয়োগ ও যুদ্ধংদেহী নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

আজ (১১ সেপ্টেম্বর) বুধবার মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই কথা বলেন।

রুহানি আরও বলেছেন, সর্বোচ্চ চাপের মোকাবেলায় ইরানের নীতি হচ্ছে প্রতিরোধ ও দৃঢ়তা। তিনি বলেন, অপর পক্ষ প্রতিশ্রুতি রক্ষা করলেই কেবল ইরানও তা রক্ষা করবে।

ড. রুহানি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান পরবর্তী ধাপে আরও কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করে দেবে।

তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার ক্ষেত্রে তৃতীয় ধাপে যেসব পদক্ষেপ নিয়েছে তা আগের দুই ধাপের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং আগের পদক্ষেপগুলোর সঙ্গে এর তুলনাই হয় না।

ইউরোপের দেশগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সম্প্রতি ইরান তৃতীয় ধাপে আরও কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত করে দিয়েছে।

এর ফলে পারমাণু ক্ষেত্রে গবেষণার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একইসঙ্গে আরও উন্নত মানের সেন্ট্রিফিউজের সাহায্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন