আদালতে দোষী সাব্যস্ত সৌদি রাজকন্যা

  13-09-2019 10:37AM


পিএনএস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি রাজপরিবারের অ্যাপার্টমেন্টে ছবি তোলার জন্য এক কর্মীকে আটক ও মারধার করতে নিজের দেহরক্ষীকে নির্দেশ দেয়ার অভিযোগে সৌদি আরবের বাদশাহ সালমানের একমাত্র মেয়েকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

তাকে ১০ মাসের স্থগিত কারাদণ্ড এবং ১০ হাজার ইউরো অর্থদণ্ড দেয়া হয়েছে।

আইনজীবীদের অভিযোগ, রাজকন্যা হাসা বিনতে সালমান প্যারিসে এক বাথরুম মেরামতকারীকে তার ছবি তুলতে দেখে খেপে যান। সৌদি বাদশার মেয়ে এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বড় সৎ বোন হিসেবে তার ক্ষতি করার জন্য এ ছবি ব্যবহৃত হতে পারে বলে হাসার ভয় ছিল।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসের এ ঘটনার পরই হাসা ফ্রান্স ছেড়ে চলে যান। তিনি বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

তার দেহরক্ষী রানি সাইদার বিরুদ্ধে সহিংসতা, আটকে রাখা ও চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। সূত্র : ইউএনবি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন