​নেতানিয়াহুর ঘোষণায় ‘ক্ষুব্ধ’ গুতেরেস

  13-09-2019 11:19AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ঘোষণা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দোজারিচ এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর ঘোষিত পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লংঘন।

জাতিসংঘ মহাসচিব মনে করেন- নেতানিয়াহুর এ ধরনের পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

গুতেরেস বলেন, ‘চলমান সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য শান্তি আলোচনা শুরুর ব্যাপারে যে চেষ্টা চলছে নেতানিয়াহুর পদক্ষেপ তাতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে।’

প্রসঙ্গত, ইসরায়েলে জাতীয় সংসদ নির্বাচনের কথা রয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর। মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন আসন্ন নির্বাচনে যদি তিনি বিজয়ী হতে পারেন তাহলে জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন