ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেব না: পাকিস্তান

  13-09-2019 11:35AM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনও ঘটেনি। কারণ পাকিস্তান ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। খবর আনাদোলু এজেন্সির।

তিনি জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরায়েলের অংশ করার পরিকল্পনার তীব্র নিন্দা জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন