লাদেনের ছেলের মৃত্যু হয়েছে: ট্রাম্প

  15-09-2019 07:57AM



পিএনএস ডেস্ক: মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে ওসামা বিন লাদেনের ছেলে তথা আল কায়েদার উত্তরাধিকারী হামজা বিন লাদেন নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির।

এর আগে, জুলাইয়ের শেষ এবং অগস্টের প্রথমদিকে গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানায়, গত দুই বছরের কোনও এক সময়ে আমেরিকার একটি অভিযানে মৃত্যু হয়েছে লানেদের ছেলের।

সে সময় প্রতিরক্ষা সচিব মার্ক এসপার বলেন, এটা ছিল, “তার বোঝাপড়া”, যে বিন লাদেন মারা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্যরা সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

শনিবার হোয়াইট হাউজের তরফে জারি করা একটি বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওসামা বিন লাদেনের পুত্র এবং আল কায়েদার উচ্চ পর্যায়ের সদস্য হামজা বিন লাদেন, আফগানিস্তান/পাকিস্তান অঞ্চলে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে মারা গেছে।”। তিনি বলেন, “হামজা বিন লাদেনের মৃত্যু আল কায়েদাকে শুধুমাত্র নেতৃত্বের ক্ষমতার অভাব বোধ করবে তাই নয়, তার সঙ্গে তার বাবার প্রতীকি যোগ, এতে গোষ্ঠীটির কার্যক্ষমতাও কমবে”।

মাঝেমধ্যেই নিজেকে “জিহাদের মুকুটভূষিত রাজা” বলে ঘোষণা করে অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করত হামজা বিন লাদেন। স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের মে মাসে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আমেরিকাসহ অন্যান্য দেশের ওপর হামলা চালানোর ডাক দিতেন তিনি।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন