ইসরায়েলে নির্বাচন আজ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?

  17-09-2019 02:44PM


পিএনএস ডেস্ক: ইসরায়েলে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরব বিশ্বের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ওপর। খবর জেরুজালেম পোস্ট ও দ্যা গার্ডিয়ানের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবশেষ জরিপ অনুসারে এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সঙ্গ ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হবে। গত ৯ এপ্রিল নির্বাচনের পর নেতানিয়াহুর সরকারে থাকতে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন জোটের এ শরিক।

ইসরায়েলের সরকার গঠনে দীর্ঘদিন ধরেই তুরুপের তাস অ্যাভিগডো লিবারম্যান। এবারের নির্বাচনেও যদি দেখা যায় সরকার গঠনে তাকে দরকার হচ্ছে নেতানিয়াহুর, তখনই আসল নাটক শুরু হবে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।

সবশেষ জনমত জরিপে বলা হচ্ছে, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি। লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ পাবে আটটি, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। অপরদিকে, বেনি গ্যান্টজের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩টি আসনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১২ শতাংশ ভোটার এখনও নির্বাচনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন