সৌদি ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

  19-09-2019 08:29AM



পিএনএস ডেস্ক: সৌদি আরবে ভ্রমণে নাগরিকদের অতিরিক্ত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে এই ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিশন প্রধানের অনুমতি ছাড়া মার্কিন মিশনের কর্মকর্তারা ও তাদের পরিবারের সদস্যরা আবহা বিমান বন্দর ব্যবহার করতে পারবেন না বলেও এতে জানানো হয়েছে।

ইয়েমেন থেকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার শিকার হয়েছে সৌদি আরবের এই বিমানবন্দরটি।

এদিকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মার্কিন সমর্থিত সৌদি জোটের ধ্বংসযজ্ঞের জবাবে রিয়াদের তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা সম্ভাব্য বড় যুদ্ধের জন্য সতর্কতামূলক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর ইরানি প্রেসিডেন্ট বলেন, ইয়েমেনিরা কোনো হাসপাতালে হামলা করেনি, স্কুলে হামলা চালায়নি, সানার কোনো বাজারে হামলা করেনি। তারা কেবল একটি শিল্পকারখানার কেন্দ্রে আঘাত হেনেছে-আপনাকে সতর্ক করতে।

কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র কেনা সৌদি শাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওই সতর্কতামূলক হামলা থেকে শিক্ষা নিন। ভেবে দেখুন, এ অঞ্চলে একটি যুদ্ধ হতে পারে।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন