আমিরাতের আকাশছোঁয়া ভবনে হামলার হুমকি হুথিদের

  19-09-2019 01:41PM


পিএনএস ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাতের কয়েক ডজন আকাশছোঁয়া ভবনে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যে কোনো সময় এসব স্থাপনায় হামলা হতে পারে বলে ঘোষণা করেছেন হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহইয়াহ সারি।

এর আগেও আরব আমিরাতের বিরুদ্ধে হুমকি এবং হামলার দাবি করে আসছে হুথি বিদ্রোহীরা। যদিও তা আমিরাতের কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

এদিকে গত শনিবারে সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হামলা চালায় হুথি। এতে নতুন করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

হুথি সামরিক মুখপাত্র জানান, আবুধাবি ও দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে আমাদের কয়েক ডজন লক্ষ্যবস্তু রয়েছে। যে কোনো সময় এসব স্থাপনায় হামলা হতে পারে।

বিদ্রোহীদের মুখপাত্র বলেন, যদি আপনারা আপনাদের স্থাপনা ও গ্লাসে নির্মিত টাওয়ারের নিরাপত্তা ও শান্তি চান, তবে এখনই ইয়েমেন ত্যাগ করুন। কারণ এসব টাওয়ার একটি ড্রোনের আঘাতও প্রতিরোধ করতে পারবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন