আফগানিস্তানে এক বাংলাদেশি আটক

  24-09-2019 06:53AM


পিএনএস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১৪ তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ পাকিস্তানি ও এক বাংলাদেশি রয়েছেন। সূত্র : রয়টার্স।

জানা গেছে, এই অভিযানের সময় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে জঙ্গিদের মধ্যে ১৩ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করার লক্ষ্যে সক্রিয় একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে’ ওই অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘অভিযানের সময় সন্ত্রাসীদের সরবরাহ ও সরঞ্জামের বিশাল গুদাম ধ্বংস করা হয়। বাড়িটিতে পুরুষ ও নারীদের আত্মঘাতী বোমা হামলাকারী হতে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। আমরা সেখানে অভিযান চালাই। হামলায় বেসামরিকরাও আহত হয়েছে বলে আমরা অবগত।’

তবে প্রাদেশিক কাউন্সিলের আরেক সদস্য আবদুল মজিদ আখুন্দজাদা বলেন, নিহত ৪০ জন, যাদের সবাই বেসামরিক মানুষ।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন