১০ ঘণ্টা পর র‌্যাবের ৩ সদস্যকে ফেরত দিল বিএসএফ

  10-10-2019 10:21PM

পিএনএস ডেস্ক : সীমান্তে মাদক মামলার আসামি ধরতে গিয়ে আটক র‌্যাবের তিন সদস্য ও দুই নারী সোর্সকে প্রায় ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে পতাকা বৈঠকের পর ৬০ বিজিবির সংকুচাইল ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদের গ্রহণ করেন।

র‌্যাব-১১-এর ওই তিন সদস্য হলেন– কনস্টেবল আবদুল মতিন, রিগ্যান বড়ুয়া ও সৈনিক মো. ওয়াহেদ। দুই সোর্সের একজন লিজা আক্তার এবং অন্যজনের নাম জানা যায়নি। র‌্যাব সদস্যদের কাছে থাকা পিস্তল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং দুটি হাতকড়াও ফেরত দিয়েছে বিএসএফ।

সুবেদার নুরুল ইসলাম বলেন, সীমান্তে শূন্যরেখার ১০০ গজ বাইরে ভারতীয় অংশে দুলা মিয়ার ছেলে আবুল খায়েরকে আটকের পর ওই পাঁচজনকে ধরে বিএসএফের হাতে তুলে দেয় এলাকাবাসী। পরে তাদের ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।

এ বিষয়ে র‌্যাব-১১-এর পুলিশ সুপার মুহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মাদক মামলার আসামি ধরে নিয়ে আসার সময় আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের ১০ নম্বর গেট এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শাজাহান চৌধুরী জানিয়েছেন, র‌্যাবের তিন সদস্যসহ পাঁচজনকে আটকের পর পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বেলা ১১টার দিকে বিএসএফকে চিঠি পাঠায় বিজিবি। পরে বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, র‌্যাব ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন