জেদ্দা বন্দরের কাছে ইরানি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

  11-10-2019 02:39PM


পিএনএস ডেস্ক: সৌদি আরবের জেদ্দা বন্দরে কাছে ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কম্পানির বরাত দিয়ে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

জেদ্দা বন্দর থেকে ৬০ মাইল দূরে অবস্থান কালে হামলার শিকার হয় ট্যাঙ্কারটি। এতে ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায় বলে ইরানের গণমাধ্যম জানায়।

লোহিত সাগরে ইরানের ট্যাঙ্কারে ওপর হামলা ঘটনা সৌদি আরব এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়াবে যার প্রভাব পড়বে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর।

ইউএস নেভির পঞ্চম ফ্লিট, যারা এই অঞ্চলটিতে নিরাপত্তার কাজে নিয়োজিত, জানায় যে এটি ট্যাঙ্কারে হামলা সম্পর্কে তারা জানে। তবে এ মুহূর্তে তাদের কাছে বিস্তারিত কোন তথ্য নেই।

এদিকে, হামলার পর থেকে সৌদি আরব থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন