ধেয়ে আসছে সুপার টাইফুন হাজিবিস

  11-10-2019 07:46PM

পিএনএস ডেস্ক: জাপানের টোকিও উপকূলে আঘাত হানতে যাচ্ছে হাজিবিস। ১৯৫৮ সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে আসন্ন এ ঘূর্ণিঝড়কে। শুক্রবার ‘স্পুটনিক নিউজ’ জাপানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, সুপার টাইফুন হাজিবিস টোকিওর দিকে ধেয়ে আসছে। যেকোনো মুহূর্তে টোকিও উপকূলে আঘাত হানতে পারে এটি।

টাইফুন হাজিবিসের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বাতিল করা হয়েছে জাপানে চলমান রাগবি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ।

এছাড়া, টোকিওর নারিতা বিমানবন্দর থেকে সকল আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বৃহত্তর টোকিওর সব রেল যোগাযোগ। এই সুপার টাইফুনটি এই সপ্তাহান্তেই আঘাত হানার কথা রয়েছে।

পিএনএস/ মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন