দুই বিদেশি গ্রেফতারে বিপাকে ট্রাম্প!

  12-10-2019 09:05AM


পিএনএস ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় অভিসংশনের চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার অভিসংশনের দাবিকে আরও জোরালো করলো দুই বিদেশির নাটকীয় গ্রেফতার। কৌসুলিদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কমিটি এবং অন্যান্য রাজনীতিককে অর্থ-সহায়তা দিতো তারা।

বুধবার রাতে ভিয়েনা যাওয়ার পথে ডালাস বিমানবন্দর থেকে গ্রেফতার হন ইউক্রেন বংশোদ্ভুত লেভ পারনাস এবং জন্মসূত্রে বেলারুশের নাগরিক ইগোর ফ্রুম্যান। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির হয়ে বাইডেনের বিরুদ্ধে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করতো। এছাড়া, ট্রাম্পের পক্ষে সমর্থন জোটাতে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক দফতরগুলোয় দিয়েছিলো ঘুষ।

জানা যায়. ২০২০ সালের নির্বাচনের আগে নানা প্রচারক দলকে হাতে রাখতেও দুই ব্যবসায়ী ব্যয় করছিলেন অর্থ।

অবশ্য, গ্রেফতারকৃতদের চেনেন না বলে জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন