মহাশূন্যে ইতিহাস গড়া মানুষটি আর নেই

  12-10-2019 09:31AM



পিএনএস ডেস্ক: মহাশূন্যে হাঁটা (মূলত ভেসে থাকা) প্রথম ব্যক্তি আলেক্সি লিওনভ আর নেই। শুক্রবার রাশিয়ার মস্কোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। লিওনভের সহকারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সোভিয়েত মহাকাশচারী আলেক্সি লিওনভ ১৯৬৫ সালে প্রথম মহাশূন্যে হেঁটে ইতিহাস গড়েছিলেন। মহাকাশযানে সংযুক্ত চার দশমিক ৮ মিটার ক্যাবলে মহাশূন্য হাঁটেন তিনি। ১২ মিনিটের বেশি সময় তিনি মহাশূন্যে ভাসমান অবস্থায় ছিলেন।

মহাশূন্যে হাঁটার অভিজ্ঞতা বর্ণনা করে ২০১৪ সালে বিবিসিকে লিওনভ বলেছিলেন, এটা কল্পনা করা যায় না। শুধু বিশালতা অনুভব করা যায়।

রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো বলেন, লিওনভের মৃত্যুতে পুরো গ্রহের ক্ষতি হয়ে গেল।

শোক প্রকাশ করে সাহসের কারণে তিনি (লিওনভ) প্রশংসিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলেক্সি লিওনভ ১৯৩৪ সালে সাইবেরিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দমন–পীড়নের শিকার হয়ে পরিবারসহ ১৯৪৮ সালে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন