নিজেদের হিস্যার এক ফোঁটা পানিও পাকিস্তানকে দেব না: মোদি

  15-10-2019 07:09PM

পিএনএস ডেস্ক : আমাদের ভাগের পানি এক ফোঁটাও পাকিস্তানে যাবে না বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। ভারত-পাকিস্তান দিয়ে প্রবাহিত নদীর পানির হিস্যা নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

দ্য হিন্দু জানায়, মঙ্গলবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনী প্রচারণায় বিজেপির সমাবেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যে সব নদী ৭০ বছর ধরে ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হচ্ছে, সেসবের পানির অধিকার একমাত্র ভারতের।’

তিনি বলেন, ‘এখন থেকে এসব নদীর পানি আর পাকিস্তানে যাবে না। এই পানির অধিকার হরিয়ানা, রাজস্থানের কৃষকের। এর প্রত্যেক ফোঁটা ভারতের কৃষকের জন্য ব্যবহৃত হবে। আমি এই নদীর পানি আটকে আপনাদের ব্যবহারের জন্য নিয়ে আসব। ইতিমধ্যে এর কাজ শুরু হয়ে গিয়েছে।’

কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক নদী নিয়ে এমন বিস্ফোরক বক্তব্য দিলেন মোদি। তবে এ নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী পুলওয়ামায় হামলার পর একই ঘোষণা দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী নিতিন গাদকারি। তিনি বলেছিলেন, ‘গত ৭০ বছর ধরে যেসব নদীর পানি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হচ্ছে। সেটি আর ঘটবে না।’

প্রসঙ্গত, ১৯৬০ সালে দুই দেশের মধ্যে সিন্ধু নদী চুক্তি অনুসারে, পানি ব্যবস্থাপনার পশ্চিমাংশের নদী-সুতলেজ, রবি এবং বেয়াস থাকবে ভারতের অধীনে আর সিন্ধু, ঝিলাম এবং ছেনাবের ওপর নিয়ন্ত্রণ থাকবে পাকিস্তানের। তবে প্রধান নদী সিন্ধুর প্রবাহকে ক্ষতিগ্রস্ত না করে ভারতকেও সেই নদীর পানির অধিকার দেওয়া হয়েছিল।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন