কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

  21-10-2019 10:47AM


পিএনএস ডেস্ক: কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছানোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে রেড ক্রস।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গেছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। ম্‌বনজা-ন্‌গুংগু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে গিয়ে বাসটি উল্টে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।

উল্লেখ্য, কিনশাসা থেকে ১৫০ কিমি দূরে ১ নম্বর হাইওয়ের উপরে ম্‌বনজা-ন্‌গুংগু অঞ্চল সড়ক দুর্ঘটনার জন্য কুখ্যাত। এখন পর্যন্ত এই রাস্তায় বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন