ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’, কেরালায় জরুরি সতর্কতা

  01-11-2019 03:53PM

পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় কিয়ারের রেশ কাটতে না কাটতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’।

ইতিমধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে লক্ষদ্বীপে। এছাড়া কেরালা রাজ্যের কান্নুর, কোঝিকোড় ও কাসারগড়সহ বেশকিছু শহরে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

শুক্রবার দেশটির আবহাওয়া অধিদফতরের বরাতে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আরব সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মহা’। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

এদিকে ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্রের পুনেসহ বেশকিছু শহরেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৭২ ঘণ্টা ওইসব এলাকাসহ আরও বেশকিছু শহরে বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

এর আগে গত ২৫ অক্টোবর ভারতের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়ে ‘কিয়ার’। সেসময় কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায় জারি করা হয়েছিল জরুরি সতর্কতা।

তবে বড় ধরনের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কিয়ার’।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন