উত্তর কোরিয়ার ১৬ জেলেকে হত্যা

  08-11-2019 01:16AM


পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার ১৬ জেলেকে হত্যা করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যায় দুই জেলে। শনিবার উপকূলীয় সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণে প্রবেশ করলে তারা আটক হন। খবর বিবিসির।

বৃহস্পতিবার বেসামরিক এলাকা পানমুনজাম দিয়ে পিয়ংইয়ংয়ের কাছে তাদের হস্তান্তর করেছে সিউল।

উত্তর থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সাধারণত আশ্রয় দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এক্ষেত্রে এ দু'জন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে সিউল।

দক্ষিণের বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, দুর্বযবহারের কারণে অক্টোবরে তারা আরও একজনকে সঙ্গে নিয়ে জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে বলে তারা স্বীকারোক্তি দিয়েছে।

পরে এ হত্যাণ্ডের প্রতিবাদকারী অন্য ক্রুদেরও একে একে হত্যা করে তিনজনই উত্তর কোরিয়া ফিরে যায়। পুলিশ একজনকে আটক করলে এ দু'জন নৌকা করে দক্ষিণ কোরিয়া পালিয়ে যায়।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন