পাকিস্তানে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করছে রাশিয়া

  08-11-2019 11:55AM

পিএনএস ডেস্ক:প্রায় চার দশক ধরে চলা রাশিয়ার সঙ্গে বাণিজ্য বিরোধ নিরসনের পথে হাঁটছে পাকিস্তান। মস্কোর সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করারও সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান সরকার।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে নতুন চুক্তিতে স্বাক্ষর করার কর্তৃত্ব অর্পন করা হয়েছে। নতুন এই চুক্তি সম্পন্ন হলে পাকিস্তানে অন্তত ৮০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারবে রাশিয়া। আর চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাশিয়াকে ৯ কোটি ৩৫ লাখ ডলার ফেরত দেবে পাকিস্তান। সঙ্গে রুশ রফতানিকারকদের বকেয়াও পরিশোধ করবে ইসলামাবাদ।

২০১৬ সালের ৬ অক্টোবর ও পরের বছর ২৭ ডিসেম্বর এসব বিষয়ে দুদেশের মধ্যে সমঝোতা হয়েছিল। ওই সময়ই রাশিয়ার সঙ্গে চুক্তি করার পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন ইমরান খানের পিটিআই সরকার নওয়াজের নেয়া সেই পদক্ষেপ বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করেছে।

দীর্ঘ ৩৯ বছরের বাণিজ্য-বিরোধ নিরসনকে সামনে রেখে ইতোমধ্যে পাকিস্তানের জ্বালানি ও স্টিল মিলসে ৮০০ কোটি ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছে রাশিয়া।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন