জাকির নায়েককে না পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি পাঠাবে মালয়েশিয়া

  08-11-2019 01:37PM



পিএনএস ডেস্ক: আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। জাকির নায়েককে ফেরত না পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে মালয়েশিয়া তাদের অবস্থান ব্যাখ্যা করে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল টমি থমাসের সঙ্গে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরেই জাকির নায়েককে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

সাইফুদ্দিন আবদুল্লাহ আরও বলেন, দু'সপ্তাহ আগে ব্যাংককে অনুষ্ঠিত ৩৫ আসিয়ান সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সে সময় তিনি খুবই বিনয়ের সঙ্গে এ বিষয়টি তুলে ধরেন এবং আমাকে বলেন যে, আমরা যেন এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাই।

জাকির নায়েকের বিরুদ্ধে অর্থপাচার এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এরপরই ভারত ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন