পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির নতুন মসজিদ

  10-11-2019 07:59AM



পিএনএস ডেস্ক: পর্তুগালের কাসকাইসে দুই বছর আগে বাংলাদেশ কমিউনিটি এবং ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজ এবং পাশের খোলা মাঠে ঈদের জামাতও চালু রয়েছে মসজিদটিতে।

সাম্প্রতিক সময়ে মসজিদটি সরকারিভাবে রেজিস্ট্রি করা হয়েছে। সে উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে এক বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

কাসকাইস ইসলামিক কমিউনিটির সভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি মাহমুদ আলী এবং সেক্রেটারি মেহেদি হাসানের সার্বিক পরিচালনায় দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি ও বিদেশি মুসল্লিরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি সেন্টার লিসবনের নেতৃবৃন্দ, লিসবনের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ আরো অনেকই।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন