২৪ ঘণ্টায় বজ্রপাতে নিহত ২৬

  15-11-2019 03:51PM


পিএনএস ডেস্ক: পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মরুঅঞ্চলে প্রবল বর্ষণে বজ্রপাতের ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।

এছাড়াও, বজ্রপাতের ঘটনায় বেশ কিছু গবাদি পশুও মারা গেছে। খবর ডন নিউজ ও গালফ নিউজের।

শুক্রবার পত্রিকা দুটির খবরে বলা হয়, বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারা দিনই প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিং ষড় গ্রাম, ইসলামকোট, নাগারপারকার এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এসময় বিভিন্ন এলাকায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকেই।

বজ্রপাতে বেশ কিছু গবাদি পশু ও অন্যান্য প্রাণীও মারা যায়।

এছাড়া, খয়েরপুর জেলার কোটডিজি এলাকায় একটি গাছে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও খবরে জানানো হয়।

পাকিস্তান আবহাওয়া বিভাগের জানিয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলেই এরকম ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন