সৌদিতে নিখোঁজ এই প্রিন্সেস বাসমাহ কে?

  20-11-2019 04:47PM

পিএনএস ডেস্ক : সৌদি আরবের গণমাধ্যমে ২০০৬ সাল থেকে নিয়মিত লিখছেন পাঁচ সন্তানের জননী প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম ও জনগণের হয়ে কথা বলায় তিনি দেশটির শাসক পরিবারের রোষানলে পড়েন।

বেশ কিছুদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে।

বিবাহ বিচ্ছেদের পর ২০১০-২০১১ সালের দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। তখন গণমাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি পান।

আরব অঞ্চলের দুর্নীতি, মানবাধিকার ও অর্থনৈতিক বৈষম্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরে আলোচনায় আসেন তিনি।

সৌদি আরবে ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দেয়া, নারীদের অধিকারসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের দাবি জানিয়ে আসছেন এই রাজকন্যা।

প্রশাসনের সমালোচনা করলেও রাজপরিবারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি তাকে। বছর তিনেক আগে সৌদি আরবে ফিরে যান তিনি। লন্ডনের ব্যবসাও অনেকটা গুটিয়ে ফেলেন ইতিমধ্যে।

গত বছরের জানুয়ারিতে বিবিসি আরবিকে দেয়া এক সাক্ষাতকারে ইয়েমেন যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

এরপর থেকে তাকে আর গণমাধ্যমে দেখা যায়নি। বাসমাহ সাবেক সৌদি বাদশাহর ১১৫ সন্তানের একজন।

এই পরিবারের একটি অংশকে বর্তমান রাজা সালমান ও তার পুত্রের সম্ভাব্য প্রতিদ্বন্দী বলে মনে করা হচ্ছে।

বর্তমান সৌদি রাজপরিবারের মোট ১৪ হাজার সদস্য রয়েছেন। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সৌদি রাজনীতি ও রাজপরিবার বিষয়ক বিশেষজ্ঞ মাদাওয়ি আল-রাশিদ বলেন, রাজা আবদুল্লাহর শাসনকালে রাজকন্যারা সব ধরনের আলোচনায় অংশ নিতে পারতেন।

তিনি বলেন, এটা অনেকটা জনসংযোগের মতো ছিল। ললোয়াহ বিনতে ফয়সাল আল সৌদ ছিলেন তেমনই একজন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন