ভারতে হেলমেট পরে বিক্রি করছেন পেঁয়াজ!

  30-11-2019 04:22PM

পিএনএস ডেস্ক :দাম বেড়ে যাওয়ায় সরকারের তরফ থেকে খোলা বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে মজার বিষয় হচ্ছে, সরকারি বিক্রেতারা হেলমেট পড়ে বিক্রি করছেন ওই পেঁয়াজ।

ভারতের বিহারে এ ঘটনা ঘটেছে। সেখানে পেঁয়াজের দাম বেশ বেড়েছে। বাজারে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মকর্তারা বাজারে নেমেছেন।

জিনিউজ জানায়, সরকারি কর্মীরা খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে। তারা হুড়োহুড়ি কিংবা ক্রেতাদের হামলা থেকে বাঁচতে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন।

জানা গেছে, বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতি জনকে ৩৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে। তবে কারো বাড়িতে বিয়ে থাকলে দেয়া হচ্ছে ২৫ কেজি পেঁয়াজ।

রাজ্য সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোড়া ও পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে। পেঁয়াজ বিক্রয় কর্মীদের পুলিশি নিরাপত্তা দেয়নি সরকার। তাই এভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছি।

প্রসঙ্গত, ভারতের বেশ কয়েকটি রাজ্যে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। পশ্চিমবঙ্গে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন