আমাজন ধ্বংসে লিওনার্দোর আর্থিক মদদ রয়েছে: ব্রাজিল প্রেসিডেন্ট

  03-12-2019 11:27AM


পিএনএস ডেস্ক: হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও এর পরিবেশপ্রেমের সঙ্গে সারা বিশ্ব পরিচিত। আর সেই পরিবেশপ্রেমের জন্যই রোষানলে পড়তে হল লিওকে।

চলতি বছরই আমাজন অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘আমাজন সংরক্ষণ’ তহবিলে ৫ মিলিয়ন ডলার দান করেছিলেন হলিউড অভিনেতা। এবার তা নিয়েই বিপাকে পড়লেন। লিওনার্দো ডি ক্যাপ্রিওর দিকে সরাসরি তোপ দাগলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো।

আমাজন নিধনে লিওনার্দোর আর্থিক মদদ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ বলসোনারোর।

শুক্রবার বলসোনারো সাংবাদিকদের বলেন, “এই ডি ক্যাপ্রিও ভীষণ ভদ্র, নম্র হাবভাব করেন, তাই না? অথচ, আমাজন জ্বালানোর জন্য অর্থ কিন্তু তার থেকেই এসেছিল।” যদিও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। তবে তিনি কিন্তু এখানেই থেমে থাকেননি।

সম্প্রতি এক ফেসবুক লাইভেও লিওনার্দোর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বলসোনারো। সেই লাইভেই কথা প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, “লিওনার্দো ডি ক্যাপ্রিও, আমাজন ধ্বংসের কাজে আপনিও যোগ দিয়েছেন। ধিক্কার আপনাকে।” এখানেই শেষ নয়। বলসোনারোর আরও ক্ষোভ, ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারে সামিল হয়েছেন লিওনার্দো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন