ফিলিপাইনে ‘কামমুড়ি’র আঘাতে নিহত ২

  03-12-2019 09:57PM

পিএনএস : ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘কামমুড়ি’র আঘাতে দুই জন নিহত হয়েছেন। টাইফুনের প্রভাবে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির ৩ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

বিবিসি জানিয়েছে, কামমুড়ির আঘাতে মিনডোরো অঞ্চলে দুই জন মারা গেছেন। তাদের মধ্যে এক জন গাছ চাপায় মারা যান।

এর আগে স্থানীয় সময় সোমবার রাতে দেশটির লুজন দ্বীপের দক্ষিণ উপকূলে টাইফুন কামমুড়ি আঘাত হানে। এরপর মঙ্গলবার টাইফুনটি সোরসোগোন প্রদেশে ঢুকে তাণ্ডব চালায়। এসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ২৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

রেড ক্রসের চেয়ারম্যান ডিক গর্ডন জানিয়েছেন, টাইফুনের প্রভাবে বাড়ি-ঘড় উড়ে গেছে, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া গাছপালা ভেঙ্গে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
টাইফুনের প্রভাবে রাজধানী ম্যানিলাতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কামমুড়ির প্রভাবে রাজধানী ম্যানিলা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রচুর বৃষ্টিপাতের প্রভাবে বন্যা দেখা দিতে পারে। এদিকে আসন্ন বন্যা মোকাবিলায় সমস্ত প্রস্তুতি সম্পন্ন বলে নিশ্চিত করেছেন রেডক্রস চেয়ারম্যান ডিক গর্ডন।

এদিকে টাইফুনের কারণে দেশটির বিমান চলাচল সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ কামমুড়ি ফিলিপাইন ত্যাগ করবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন