প্রতি ৩ ব্রিটিশ শিশুর একজনের ধারণা গরু ডিম পাড়ে!

  04-12-2019 05:17PM

পিএনএস ডেস্ক : ব্রিটেনের প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন মনে করে গরু ডিম পাড়ে। একটি জরিপের কথা উল্লেখ করে এমন বিস্ময়কর খবর দিয়েছে মিরর অনলাইন। প্রাইমারি স্কুলে পড়ে এমন শিশুদের নিয়ে জরিপটি করা হয়েছে।

মাছ সম্পর্কেও ভালো ধারণা নেই ১০ জনের একজন শিশুর। ওই একজন বলছে, তারা কখনো চেরি টমেটো খায়নি।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জরিপে বলা হয়েছে, খাদ্যের উৎস সম্পর্কে ব্রিটেনের এখনকার শিশুদের ন্যূনতম ধারণা নেই।

দাতব্য সংস্থার সহযোগিতায় জরিপটি করেছে রান্নার সরঞ্জাম বিক্রিকারী একটি প্রতিষ্ঠান। মোট ১ হাজার স্কুল পড়ুয়ার সঙ্গে তারা কথা বলে।

দুই বছর আগে ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশন থেকে এমন একটি জরিপ চালানো হয়। সেখানে ২৭ হাজার ৫০০ শিশুর মধ্যে প্রতি তিনজনের একজন বলে, পনির গাছ থেকে উৎপন্ন হয়!

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন