চীনে শতশত পাকিস্তানি নারী বিক্রি

  05-12-2019 03:25PM

পিএনএস ডেস্ক : গত কয়েক বছরে চীনে প্রায় ৬২৯ জন নারীকে বিক্রি করা হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের কাছে বিক্রি হওয়া নারীদের একটি তালিকা এসেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের তদন্ত কর্মকর্তারা পাচারকারী চক্রকে ধরতে নেমে ভুক্তভোগী মেয়েদের কথা জানতে পারে। তারাই তালিকাটি করেছে।

গালফ নিউজে বেশ কয়েকজন নারীর কথা বলা হয়েছে, যাদের পরিবার থেকেই চীনাদের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। অনেকে আবার ভুয়া বিয়ের খপ্পরে পড়ে দেশটিতে পাচার হয়েছেন।

সংখ্যালঘুদের পাশাপাশি পাচারচক্রের শিকার হচ্ছেন মুসলিমরাও। বেশি বিপাকে আছেন দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের নারীরা। তারা দরিদ্র হওয়ায় এই ফাঁদে পড়ছেন।

কিছু ‘দালাল’ পাকিস্তানি মেয়ে বিক্রির জন্য চীনা ‘ক্রেতাদের’ থেকে ২৫-৬৫ হাজার ডলার নেয়। মেয়ের পরিবারকে দেওয়া হয় মাত্র দেড় হাজার ডলার।

পাঞ্জাব প্রদেশ, ইসলামাবাদ থেকে এমনই ৫২ চীনা নাগরিক এবং ২০ পাকিস্তানির বিরুদ্ধে মামলা হয়। কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান ৩১ চীনা নাগরিক।


পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন