বাংলাদেশ আমার কাছে খুবই আপন : ত্রিপুরার রাজ্যপাল

  05-12-2019 10:15PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশকে নিজের কাছে খুব আপন মনে হয় বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ্য। আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত হবে বলেও মনে করেন তিনি।

আজ বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যপাল ভবনে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমার সৌজন্যে রমেশ বৈশ্য এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাকির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয় তুলে ধরেন কিরীটি চাকমা। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা রাজ্যের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘কোনোভাবে আগরতলার ঋণ পরিশোধ হবার নয়।’

কিরীটি চাকমা বলেন, ‘ত্রিপুরাকে আমি নিজের এলাকার মতো অনুভব করি। ত্রিপুরার প্রতি আমাদের আত্মিক টান আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের জন্য ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।’

এ সময় রাজ্যপাল আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছাও পোষণ করেছেন।

কিরীটি চাকমা আরও বলেন, ‘রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খুবই ভালো হয়েছে। আমাদের সঙ্গে তার দেখা হয়ে তিনি খুশি হয়েছেন। আমি উনাকে উনার সুবিধা মতো বাংলাদেশ ভ্রমণের নিমন্ত্রণ জানিয়েছি। আমাদের (সহকারী হাইকমিশনে আয়োজিত) বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উনার উপস্থিতি কামনা করেছি। তিনি উচ্ছ্বাসের সঙ্গে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন