হিন্দুদের যে উৎসবে লাখো গরু হত্যা করা হয়!

  06-12-2019 05:40PM

পিএনএস ডেস্ক : নেপালের হিন্দুরা বিশ্বের সবচেয়ে বড় প্রাণি বলিদানের উৎসব শুরু করেছেন। এই উৎসবে লাখো গরুকেও বলিদান করা হবে।

‘গাধিমাই উৎসব’ নামের এই প্রাণি বলিদানের হত্যাযজ্ঞ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। একজন পুরোহিত একটি ছাগল, ইদুর, মুরিগ, শুকর এবং কবুতর বলিদান এবং নিজের শরীর থেকে রক্ত ঝরানোর মধ্যদিয়ে এই উৎসবের সুচনা করেন।

নেপালের দক্ষিণ-পূর্ব এলাকার বারিয়ারপুর নামের একটি গ্রামে প্রতি ৫ বছর পরপর এই উৎসবের আয়োজন করা হয়। ওই উৎসবে ভারত থেকেও হাজার হাজার লোক অংশগ্রহণ করেন।

২০১৫ সালে নেপালের মন্দির কর্তৃপক্ষ গরু বলিদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও এই উৎসবে হাজার হাজার গরুকে হত্যা করা হবে। নেপালের সুপ্রিম কোর্টও ২০১৬ সালে দেশটির সরকারকে প্রাণিহত্যা কমানোর জন্য পদক্ষেপ গ্রহণে আদেশ দিয়েছিলো।

২০০৯ সালে ওই উৎসবে ৫ লাখ গরু, ছাগল, কবুতর এবং অন্যান্য প্রাণি হত্যা করা হয়। কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং বিভিন্ন প্রাণিরক্ষা সংগঠনের প্রতিবাদের মুখে পরেরবার এই সংখ্যা অনেক কমে আসে। ২০১৪ সালে হত্যা করা হয় ৩০ হাজার প্রাণি।

দেবী গাধিমাই এর উদ্দেশ্যে আয়োজন করা হয় এই প্রাণি বলিদানের উৎসব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন