শিশুধর্ষকের প্রাণভিক্ষার আর্জি না রাখার পক্ষে রাষ্ট্রপতি

  06-12-2019 11:59PM


পিএনএস ডেস্ক: শিশুধর্ষকের ফাঁসিতে প্রাণভিক্ষার আর্জির সুযোগ থাকাই উচিত নয় বলে মত দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার (৬ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে কোবিন্দ বলেন, ‘আমার প্রস্তাব, ক্ষমা ভিক্ষার আবেদনের ক্ষেত্রে সংবিধানের ধারায় কিছু সংশোধন করা উচিত। আমার মতে, শিশু ধর্ষণে জড়িতদের মৃত্যুদণ্ডে ক্ষমা প্রার্থনার সুযোগই দেয়া উচিত নয়। ধর্ষকদের ক্ষমা ভিক্ষার সুযোগই থাকা উচিত নয়। এ ধরনের ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। আমি আমার মত শেয়ার করলাম, কিন্তু সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে।’

বিশেষজ্ঞদের মতে, মৃত্যুদণ্ড কোনোভাবেই অপরাধ কমাতে পারে না। শুধু পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা খানিক কমাতে পারে। কারণ, ৯৪ শতাংশ ক্ষেত্রেই দেখা গেছে, শিশু ধর্ষণের ঘটনায় নির্যাতিত শিশুর কাছে অপরাধী বা অভিযুক্ত পরিচিত।

ভারতের একটি সরকারি পরিসংখ্যান মতে, দেশের বেশিরভাগ রাষ্ট্রপতিই ক্ষমা ভিক্ষার আর্জি খারিজ করেছেন। ১৯৯১ থেকে ২০১০ সালের মধ্যে ৭৭টি প্রাণভিক্ষার আর্জির মধ্যে ৬৯টি ক্ষেত্রেই আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন