ইরানের আন্দোলনে নিহত ১ হাজারের বেশি : যুক্তরাষ্ট্র

  07-12-2019 02:38AM



পিএনএস ডেস্ক: ইরানের নিরাপত্তা বাহিনী দেশটিতে সাম্প্রতিক আন্দোলন চলাকালে সহস্রাধিক মানুষকে গুলি করে হত্যা করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা এমন দাবি করেন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানের জনগণ গত মাসের মাঝামাঝি আন্দোলন শুরু করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, তাঁদের ধারণা আন্দোলন শুরু হওয়ার পর পরই ইরান সরকার ওই আন্দোলনকারীদের হত্যা করে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

ইরানে ১৫ নভেম্বর গত শুক্রবার রাত ১২টা থেকে তেলের বর্ধিত মূল্য কার্যকর করা হয়। হঠাৎ করেই পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভে শুরু করে সাধারণ মানুষ। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে ইন্টারনেট নিষেধাজ্ঞার মধ্যে কোনো বিকল্প উপায়ে হামলার ভিডিও পাঠাতে অনুরোধ করে। ব্রায়ান হুক গতকালের সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রায় ৩২ হাজার ভিডিও পাঠিয়েছে ইরানের জনগণ। এসব ভিডিওতে দেখা গেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে এবং ফাকা গুলি ছুড়ছে।

ব্রায়ান হুক গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানের নিরাপত্তা বাহিনী গত মাসের বিক্ষোভ দমনের সময় শত শত বিক্ষোভকারীকে হতাহত করেছে।

এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গোলযোগ সৃষ্টির দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একদল এজেন্টকে আটক করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

ইরান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রল ১৫ হাজার রিয়াল দরে প্রতি মাসে মোট ৬০ লিটার পেট্রল কিনতে পারবেন মোটরযান মালিকরা। এর আগে এক ব্যক্তি প্রতি লিটার ১০ হাজার রিয়াল দরে মোট ২৫০ লিটার পেট্রল কিনতে পারতেন।

কর্তৃপক্ষ বলছে, পেট্রলে ভর্তুকি বাদ দিয়ে সরকার যে পরিমাণ অর্থ আয় করবে, তা দিয়ে নিম্ন আয়ের দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হবে।

এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ৭৫ শতাংশ ইরানি বর্তমানে অর্থনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। পেট্রলে ভর্তুকি বাদ দেওয়ায় সরকার যে আয় করবে, তা ইরানের কোষাগারে জমা না রেখে জনগণকে সহায়তা করা হবে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন