আজ আন্তর্জাতিক পর্বত দিবস

  11-12-2019 04:20AM

পিএনএস ডেস্ক : বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক পর্বত দিবস। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে–মাউন্টেইয়স মেটার অফ ইয়োথ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পর্বতারোহীদের সংগঠনগুলো বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

উল্লেখ্য, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

দিবসটি পালনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আজ বেলা ১১ টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন