তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর নতুন দল ঘোষণা

  14-12-2019 09:26AM


পিএনএস ডেস্ক: তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে পদত্যাগের তিন মাস পরে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভোগোগলু নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন।

দাভুতোগলু শুক্রবার আঙ্কারায় বলেন, নতুন এই দলের নাম জেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি আরো বলেন, "আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যত জনগণের ও ভবিষ্যত তুরস্কের জন্য।"

দাভুতোগলু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। গত সেপ্টেম্বরে পদত্যাগ এরদোগান এবং একে পার্টি উভয়ের জন্যই ক্ষতিকর ছিল।

গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরের সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব সুস্পষ্ট ছিল।

এর জের ধরেই সমালোচনা করেছিলেন আহমেদ দাভুতোগলু।

যারা দলের সমালোচনা করেছিলেন তাদের বহিষ্কারের জন্য বলা হচ্ছিল দলের ভেতর থেকেই। কিন্তু বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন দাভুতোগলু। আল জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন