ভারতে ১২০০ টাকায় শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি!

  15-12-2019 04:26PM

পিএনএস ডেস্ক:বাংলাদেশের মত ভারতেও লাগামহীন পেঁয়াজের বাজার। পেঁয়াজ কিনতে বিপাকে পড়ছেন দেশটির বাসিন্দারা। ভারতের বেশিরভাগ রাজ্যেই পেঁয়াজের জন্য চলছে হাহাকার। দেশটিতে প্রায় ২০০ থেকে ২৫০ রুপিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ কারণে ভিন্নরকম পদক্ষেপ নিয়েছে ভারতের মহারাষ্ট্রের একটি ফ্যাশন হাউস।

নিজেদের ব্যবসা বাড়াতে শাড়ির সঙ্গে পেঁয়াজ ফ্রি দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের আনাগোনা বাড়াতে এমন অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। অবশ্য এ কারণে বেড়ে গেছে তাদের বিক্রিও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের থানে জেলায় শীতল হ্যান্ডলুমস নামে একটি শোরুমে চলছে এই অফার। সেখানে মাত্র এক হাজার রুপিতে (বাংলাদেশি ১২০০ টাকা) শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়া হচ্ছে।

শীতল হ্যান্ডলুমসের এক কর্মকর্তা বলেন, মহারাষ্ট্রে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ রুপি কেজিতে। এ কারণে আমরা ১২০০ টাকার একটি শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দিচ্ছি। এই সুযোগ পেয়ে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে বলেও জানান ওই কর্মী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন