ইউক্রেনের বিমানে হামলার নতুন ভিডিও প্রকাশ!

  15-01-2020 12:02PM

পিএনএস ডেস্ক:বিধ্বস্ত হওয়া ইউক্রেনের সেই বিমানে পরপর দু'টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনার নতুন একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে ৩০ সেকেন্ডের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার ইরানের এক বাসিন্দা ইউটিউবে আপলোড করেন সেই ভিডিও। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে এই দৃশ্য।

ভিডিওটিতে দেখা যায়, প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পরপরই বিমানে ছোট বিস্ফোরণ ঘটে। এর পরই বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। তার স্বল্প সময়ের মধ্যেই নিক্ষেপ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিও বিমানে আঘাত হানে। এতে করে বিমানটিতে আগুন ধরে যায়।

এই প্রসঙ্গে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। অপরদিকে চাপের মুখে অভিযুক্তদের আটক শুরু করেছে ইরান সরকার।

উল্লেখ্য, প্রথমে মিথ্যা বললেও গত ১১ জানুয়ারি দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চায় ইরান। সেই থেকে ব্যাপক বিক্ষোভ চলছে ইরানে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন