পানি সংকটে অস্ট্রেলিয়া

  15-01-2020 04:02PM

পিএনএস ডেস্ক : দাবানলের পর এবার পানির সংকটে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটির যেসব স্থানে চরম পানির সংকট চলছে তার মধ্যে একটি নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মুরুরুন্ডি শহর।

সেখানে এখন তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি। স্থানীয়রা শহরে পানি পাওয়া যায় এমন স্থানে গিয়ে নিরাশ হয়ে ফিরছেন কারণ সেখানে পানি নেই। স্থানীয় বাসিন্দারা জানান, 'আপনি যদি বিয়ার (এক ধরনের অ্যালকোহল) পানে অভ্যস্ত থাকেন তাহলে ঠিক আছে।' কারণ সেখানে পানির চেয়ে বিয়ার এখন সুলভ।

গ্রীষ্মকালের তীব্র খরার সঙ্গে পানি সংকটে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোকে। দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার হাজার হাজার একর জমি খরায় আক্রান্ত। যতদূর চোখ যায় ভূমি খালি পড়ে আছে। শিকড় থেকে গাছ মরে গেছে। অথব এসব অঞ্চলে বেশিরভাগ কৃষিকাজ করা হয়। সামনের মাসগুলোতে অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন