প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ট্রাম্প

  16-01-2020 02:41AM



পিএনএস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। এ নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে। তবে নির্দিষ্ট দিন-তারিখ জানা যায়নি।

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ট্রাম্পের ভারত সফরের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। হোয়াইট হাউসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অভিশংসনের প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি।

ট্রাম্পের ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

এনডিটিভি জানিয়েছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির তারিখ ঘোষিত হলেও ভারত সফর নিয়ে ভাববেন ট্রাম্প।

গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্প আসার কথা থাকলেও পরে ওই সফর বাতিল হয়। মার্কিন কর্মকর্তারা সে সময় জানিয়েছিলেন, একটি রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় ওই সময় ভারত সফর বাতিল করেন ট্রাম্প।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এসেছিলেন।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন