শিথিলতার পরেও জন্মহার বাড়ছে না চীনে

  17-01-2020 02:54PM


পিএনএস ডেস্ক: জন্মহার বাড়ছে না চীনে। 'এক সন্তান নীতি' শিথিল করার পরেও ২০১৯ সালে চীনে প্রতি হাজারে জন্মহার ছিল ১০.৪৮ শতাংশ । ১৯৪৯ সালের পর থেকে দেশটিতে এটি সবচেয়ে কম জন্মহার।

চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৯ সালে চীনের ১৪৬ কোটি ৫০ হাজার জনসংখ্যার মধ্যে গর্ভপাত করা হয়েছে প্রায় ৫ লাখ ৮০ হাজার জনের। চীনে 'এক সন্তান নীতি' চালু হওয়ার পর থেকে দেশটিতে গর্ভপাতের পরিমাণ বেড়ে যায় যা এখনও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি চালু করে চীন সরকার। তখন এক সন্তানের বেশি হওয়ায় অনেকেরই চাকরি থেকে বরখাস্ত করে দেয়ার মত শাস্তি দেওয়া হয়। যদিও গত কয়েক বছর ধরে চীন সরকার জন্মহার বাড়ানোর পরিকল্পনা করলেও সেটি আর বাড়ছে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন