তুর্কি প্রকৌশলীদের লক্ষ্য করে হামলা

  19-01-2020 12:49AM



পিএনএস ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে তুর্কি প্রকৌশলীদের বহনকারী গাড়িতে বোমা হামলা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দেশটির রাজধানীর উত্তরপশ্চিমে আফগোয়ে এলাকায় গাড়ি বোমা হামলা করা হয়৷ প্রতিবেদনটি লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি৷

বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় পুলিশ জানিয়েছে যে এটি একটি আত্মঘাতী হামলা ছিল৷ “তুর্কি প্রকৌশলীরা কয়েকজন সোমালি পুলিশ কর্মকর্তার সঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন৷ এমন সময় প্রচণ্ড গতিতে গাড়িটি সেখানে হামলা চালায়,” আফগোয়ে থেকে রয়টার্সকে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নূর আলি৷

হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও, স্থানীয়দের ধারণা জিহাদি সংগঠন আল শাবাব এই হামলা চালিয়েছে৷ তারা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার মোগাদিসু থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে আফগোয়েতে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ‘সমর্থিত' সংগঠনটির আরো দু'টি হামলা ঠেকিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

সংগঠনটি এর আগেও পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় হামলা চালিয়েছে এবং দায়ও স্বীকার করেছে৷ তারা জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার বর্তমান সরকারকে উৎখাত করতে চায়৷

ঘটনা সম্পর্কে স্থানীয় দোকানি ফারাহ আবদুল্লাহি রয়টার্সকে বলেন, “আমরা বোমা বিস্ফোরণের আওয়াজ পাই এবং পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়৷ হামলার আগে সোমালি পুলিশের নিরাপত্তায় তুরস্কের বেশ কয়েকজন প্রকৌশলী এখানে আসেন৷” তিনি যোগ করেন, “আমরা কয়েকজনের দেহ সেখান থেকে সরিয়ে নিতে দেখেছি৷ তারা নিহত না আহত বোঝা যাচ্ছিল না৷”

২০১১ সালের দুর্ভিক্ষের পর থেকে সোমালিয়ায় সবচেয়ে বেশি সাহায্য দিয়ে আসছে তুরস্ক৷ আফ্রিকায় সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে পাল্লা দিয়ে প্রভাব রাখতে চায় আঙ্কারা৷ তুর্কি প্রকৌশলীরা সোমালিয়ায় সড়ক তৈরি করছিলেন৷

এদিকে, তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমালিয়ার রাজধানীর পাশে শাবেলে অঞ্চলে একটি মিলিটারি ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব৷ সোমালি জেনারেল মোহামেদ আহমেদ তারেদিশের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলছে, হামলা ও পালটা হামলায় চার সেনা ও ৪০ জন শাবাব সদস্য নিহত হয়েছেন৷

সোমালি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করে৷ তথ্য সূত্র- জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন