ভারতের ওপর ‘প্রতিশোধ’ নেবেন না মাহাথির

  20-01-2020 04:38PM

পিএনএস ডেস্ক : পামওয়েল কেনা বন্ধ করায় ভারতের বিরুদ্ধে কোনও বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার পশ্চিম উপকূলে মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধের চেয়ে সঙ্কট নিরসনের পথে হাঁটতে চান তিনি।

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতিবাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করে ভারত। আগের এক মন্তব্যে মাহাথির বলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না তা জানতো কুয়ালালামপুর। সেই সময় মাহাথির বলেন, দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।

মাহাথির সাংবাদিকদের বলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার প্রশ্নে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।

এর আগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেয়া এক বক্তৃতায় ভারত কাশ্মিরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন