ভয়ঙ্কর ভাইরাস আতঙ্কের মধ্যেই বাদুড় খাচ্ছেন এই নারী! (ভিডিও)

  25-01-2020 06:26PM

পিএনএস ডেস্ক : করোনা ভাইরাস আতঙ্কে চীন জুড়ে জারি হয়েছে সতর্কতা। সংক্রামিতের সংখ্যা লাফিয়ে বাড়ছে সেখানে। সংক্রমণ রুখতে শুক্রবার মোট ১৩টি শহরের পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বেইজিং সরকার।

প্রাণিদেহ থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু জীবজন্তু খামারও। কিন্তু এই আবহেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে এক চীনা নারীকে দেখা যাচ্ছে বাদুড়ের মাংস খেতে। তা নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাতে বসে রয়েছেন মহিলা। তার সামনে রয়েছে সুপের বাটি। তার উপর আস্ত একটি বাদুড়। চপস্টিকে করে সেই বাদুড়কে তুলে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছেন ওই মহিলা।

চারিদিকে যখন করোনাভাইরাস আতঙ্ক, তখন এই ভিডিও দেখে বিরক্ত নেটিজেনরা। তাদের বক্তব্য, সারা চীন যখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন মহিলার দায়িত্বজ্ঞানহীন আচরণ সমর্থনযোগ্য নয়।

করোনাভাইরাস ইতিমধ্যেই ৪১ জনের প্রাণ কেড়েছে চীনে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন