ভারতের কলেজে বোরকা পরে আসা নিষিদ্ধ!

  26-01-2020 11:27AM

পিএনএস ডেস্ক: যদি কোনো শিক্ষার্থী কলেজ প্রাঙ্গনে বোরকা পরে আসেন তাহলে তাকে জরিমানা গুণতে হবে ২৫০ টাকা। কি চমকে গেলেন! অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। আর এই নিয়ম চালু করেছে ভারতের বিহার রাজ্যের পাটনা জেডি মহিলা কলেজ কর্তৃপক্ষ।

গতকাল শনিবার এমনই একটি নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। খবর হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডের। বলা হয়েছে, নোটিশে ‘ড্রেসকোড লঙ্ঘন’ অজুহাতে শিক্ষার্থীদের জন্য বোরকা পরাকে নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ‘সব শিক্ষার্থীকে কলেজে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে আসতে হবে। কলেজে বোরকা পরে আসতে শিক্ষার্থীদের নিষেধ করা হচ্ছে।’

কলেজটির প্রধান বীণা অমৃত স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের সেন্ট ফ্রান্সিস মহিলা কলেজে শিক্ষার্থীদের পোশাক নিয়ে এমনই এক নির্দেশনা শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন