ব্রাজিলে ঝড় ও ভূমিধ্বসে নিহত ৩০

  27-01-2020 02:32AM

পিএনএস ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস প্রদেশে তীব্র ঝড়-বৃষ্টি ও ভূমিধ্বসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।

শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৭ জন। এছাড়া ভূমিধস এবং বাড়িঘর নষ্ট হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইন্সটিটিউট জানিয়েছে, ১১০ বছর আগে থেকে মিনাস জেরাইসে বৃষ্টিপাতের রেকর্ড রাখা হয়। এই সময়ের মধ্যে এবারেই প্রদেশটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিনে সেখানে সর্বোচ্চ ১৭২ মিলিমিটার (প্রায় সাত ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন