সিরিয়ায় রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ, যুদ্ধের আশঙ্কা

  28-01-2020 09:26AM


পিএনএস ডেস্ক: উত্তেজনা বাড়িয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। দুই দেশের যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে হাসাকা প্রদেশের তাল আমর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম মস্কোটাইমস।

এদিকে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, তাল আমর এলাকায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর তাদের সামরিক যানগুলো দু’দিকে চলে যায়।

তবে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকায় রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার এবং মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা যায়।

এ ব্যাপারে মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, তাল আমর এলাকার তেল খনি থেকে মার্কিন সেনারা তেল চুরি করছে বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার সেনা বাহিনী ওই এলাকায় ঢুকতে গেলে মহাসড়কে তাদের গতিরোধ করে মার্কিন সেনারা। ফলে উত্তেজনা দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে যুদ্ধ হেলিকপ্টার ও বিমান চলে আসে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন